
ছবি: সংগৃহীত
রমজানে সেহেরি করা সুন্নত ও বরকতময় একটি আমল। তবে অনেকেই সেহেরির সময় এমন কিছু ভুল করেন, যা রোজার সঠিক আদায় ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি একটি বক্তব্যে সতর্ক করেছেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সেহেরির সময় বেশিরভাগ মানুষ যে মারাত্মক ভুলটি করেন, তা হলো— আজান শোনার পরও খাওয়া চালিয়ে যাওয়া।
তিনি ব্যাখ্যা করে বলেন, অনেকেই মনে করেন, আজানের সময়ও খাওয়া-দাওয়া করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে, ফজরের আজান শুরু হলে খাবার গ্রহণ সম্পূর্ণ বন্ধ করা উচিত।"
শায়খ আহমাদুল্লাহ বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ যখন সেহেরি খাচ্ছে এবং আজান শুনতে পায়, তখন যেন সে খাওয়া বন্ধ করে দেয়। (সহিহ মুসলিম)
তিনি আরও বলেন, অনেকে সেহেরি একেবারে শেষ মুহূর্তে করেন এবং অতিরিক্ত পানি পান করেন, যা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
শায়খ আহমাদুল্লাহ সবাইকে সতর্ক করে বলেন, রোজার বরকত পেতে হলে নিয়ম মেনে সেহেরি করতে হবে এবং আজানের সময় খাওয়া বন্ধ করতে হবে।
শিলা ইসলাম