ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ইফতারের আগে যেভাবে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন

প্রকাশিত: ১৭:৫০, ২০ মার্চ ২০২৫

ইফতারের আগে যেভাবে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন

ছবি: সংগৃহীত

রমজানে ইফতারের মুহূর্তটি অত্যন্ত বরকতময়। এই সময় দোয়া কবুল হওয়ার অন্যতম শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করেছেন ইসলামিক স্কলাররা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় দোয়া প্রত্যাখ্যান করা হয় না। (তিরমিজি, ইবনে মাজাহ)

কীভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি?
দোয়া করার সময় আল্লাহর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন এবং আন্তরিকভাবে প্রার্থনা করুন। আল্লাহর কাছে নিজের চাওয়া খুলে বলুন, কারণ তিনিই সব সমস্যার সমাধানকারী। রাসুল (সা.)-এর শেখানো দোয়া পড়ুন: ইফতারের আগে এই দোয়াগুলো পড়তে পারেন—

اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي
(হে আল্লাহ! আমি তোমার সেই দয়ার দ্বারা প্রার্থনা করছি, যা সব কিছুকে পরিবেষ্টিত করেছে। আমাকে ক্ষমা করো)

সুতরাং, ইফতারের আগে সময় নষ্ট না করে বেশি বেশি দোয়া করুন, কারণ এটি এমন এক সময়, যখন আল্লাহ তার বান্দার প্রার্থনায় সাড়া দেন।

শিলা ইসলাম

×