ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

প্রতিদিন যে আমলটি করলে রোগ, দুঃখ, হতাশা কিছুই থাকবে না- শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ১৭:৩২, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৩৩, ২০ মার্চ ২০২৫

প্রতিদিন যে আমলটি করলে রোগ, দুঃখ, হতাশা কিছুই থাকবে না- শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

মানুষের জীবন দুঃখ-কষ্ট, হতাশা ও নানা বিপদের সম্মুখীন হয়। তবে ইসলাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছে, যা করলে মন শান্ত থাকবে, রোগ-বালা দূরে থাকবে এবং জীবনে বরকত আসবে। সম্প্রতি ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল-বিকাল তিনবার করে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে, আল্লাহ তাকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করবেন।

তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াগুলো পড়বে, সে সব ধরনের বিপদ ও দুঃখ-কষ্ট থেকে নিরাপদ থাকবে। (তিরমিজি, আবু দাউদ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, এই ছোট্ট আমলটিই আপনার জীবন থেকে দুঃখ-কষ্ট, রোগ ও হতাশা দূর করে দেবে। সুতরাং, আমাদের উচিত নিয়মিত এই আমল করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা।

শিলা ইসলাম

×