ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বাথরুমে উলঙ্গ হয়ে গোসল বা ওযু করা যাবে কি? শায়খ আহমাদুল্লাহ যা বললেন

প্রকাশিত: ১৬:৫০, ২০ মার্চ ২০২৫

বাথরুমে উলঙ্গ হয়ে গোসল বা ওযু করা যাবে কি? শায়খ আহমাদুল্লাহ যা বললেন

ছবি: সংগৃহীত

অনেকেই জানতে চান, বাথরুমে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল বা ওযু করা ইসলামসম্মত কিনা। এ বিষয়ে ইসলামিক আলোচক ও বিদ্বান শায়খ আহমাদুল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, নিজ ঘরের বাথরুমে নির্জনে গোসল বা ওযু করার ক্ষেত্রে শরিয়তে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। তবে লজ্জাস্থান ঢেকে রাখা উত্তম ও সুন্নত।

তিনি কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করে বলেন, হজরত মুসা (আ.) এবং হজরত আইউব (আ.)-এর গোসল সংক্রান্ত কিছু বিবরণ পাওয়া যায়, যেখানে নির্জনে গোসল করার অনুমতি রয়েছে। তবে হাদিসে লজ্জাস্থান ঢেকে রাখার তাগিদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যদি কেউ নির্জনে উলঙ্গ হয়ে গোসল করেন, তাহলে তা নিষিদ্ধ নয়, তবে উত্তম হলো অন্তত শরীরের নিচের অংশ ঢেকে রাখা। কারণ, মহানবী (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি লজ্জাশীল, তাই তোমরা গোসলের সময়ও পর্দা রক্ষা করো। (তিরমিজি, আবু দাউদ)

শিলা ইসলাম

×