
ছবি:সাইফুল ইসলাম তালুকদার
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাসান রেজা আল কাদেরী বলেছেন, প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা হাসান রেজা আল কাদেরী বলেন,তাকওয়া পূর্ণ সমাজ গঠন সিয়ামের অন্যতম শিক্ষা। সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করা খুবই সহজ।
তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে পারলেই সমাজে অপশাসন, দুঃশাসন পুনরাবৃত্তি ঘটবে না। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন,
মাহে রমজান সিয়াম সাধনার মাস। এ মাসেই মানবতার মুক্তির জন্য হেদায়েতের গ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে। কুরআন সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি লাভ করা সম্ভব। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার (১৭ মার্চ) দুবাই ব্লু সেলসিয়া রেস্টুরেন্ট হলরুমে এই আয়োজন করা হয়।
প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের সভাপতি
হাজী মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শফিউল আলমের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম মাওলানা হাসান রেজা আল কাদেরী । প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী।
মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাফর,মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ নাইম,মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আরমান হোসেন, মোহাম্মদ সাকিব, মেহাম্মদ টিপু,সাইফুল করিম প্রমুখ।
আলোচনা শেষে মোঃ ওসমান গনি সভাপতি মোহাম্মদ শফিউল আলম সাধারণ সম্পাদক, এসএম আব্দুল মাবুদকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা ফজলুল কবির চৌধুরী প্রধান উপদেষ্টা, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারকে উপদেষ্টা করে প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের আংশিক কমিটির গঠন করা হয়।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
--------
Photo : দুবাইয়ে প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মাওলানা হাসান রেজা আল কাদের
আঁখি