ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মক্কা পৃথিবীর কেন্দ্র কি না এ ব্যাপারে বিজ্ঞান যা বলে

প্রকাশিত: ১৮:৫০, ১৯ মার্চ ২০২৫

মক্কা পৃথিবীর কেন্দ্র কি না এ ব্যাপারে বিজ্ঞান যা বলে

ছবি: সংগৃহীত

মক্কা আল-মুকাররামা পৃথিবীর কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়ার বিষয়ে ইসলামী স্কলারদের মধ্যে বিতর্ক রয়েছে। কিছু ইসলামী পণ্ডিত কোরআন এবং হাদিসে এর পক্ষে কিছু ইঙ্গিত খুঁজে পেয়েছেন, তবে এটি একটি বিতর্কিত বিষয়।

কোরআনে আল্লাহ বলেন, "এভাবেই আমরা তোমাদের মধ্য থেকে এক মধ্যবর্তী জাতি তৈরি করেছি" (সূরা আল-বাকারা, ২:১৪৩), যা কিছু পণ্ডিতদের মতে, কাবা পৃথিবীর কেন্দ্র এবং মুসলিম জাতি পৃথিবীর মধ্যে একটি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে, এমন ধারণা প্রকাশ করে।

এছাড়া, কোরআনে মক্কাকে "উম্মুল কুরা" (শহরের মা) বলা হয়েছে, যা কিছু স্কলারদের মতে, পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসেবে মক্কার অবস্থান নির্দেশ করে।

তবে, এইসব ইঙ্গিত বা ধারণাগুলোর কোনটা কোরআন বা হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত নয়। কিছু মুহাদ্দিস ও ইসলামিক স্কলার এটিকে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে আলোচনা করেছেন, কিন্তু এই বিষয়টি এখনো একটি বিতর্কিত প্রশ্ন।

অন্যদিকে, বিজ্ঞানীরা কিছু গবেষণার মাধ্যমে এটি নিশ্চিত করেছেন যে মক্কা পৃথিবীর কেন্দ্র হতে পারে, তবে এটি এখনও গবেষণার বিষয় এবং যথাযথ বৈজ্ঞানিক প্রমাণের জন্য অপেক্ষা করছে।

শেষ পর্যন্ত, মক্কা আল-মুকাররামা পৃথিবীর কেন্দ্র কিনা তা একটি আলোচনাযোগ্য বিষয়, যা আরও গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন।

 

তথ্যসূত্র: https://islamqa.info/en/answers/102590/is-there-any-textual-proof-that-makkah-al-mukarramah-is-the-centre-of-the-earth#:~:text=To%20sum%20up%2C%20the%20Qur,possible%20interpretations%20and%20ambiguous%20indications.

আবীর

×