ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

একেক দেশে একেক সময়ে শবে কদর রাত হয় কেন?

প্রকাশিত: ১৫:২১, ১৯ মার্চ ২০২৫

একেক দেশে একেক সময়ে শবে কদর রাত হয় কেন?

ছবি: সংগৃহীত

শবে কদর ইসলামের একটি মহিমান্বিত রাত, যা পবিত্র কুরআনে উল্লেখিত। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, এটি কি ভিন্ন দেশে ভিন্ন রাতে হতে পারে? এই প্রসঙ্গে বিশিষ্ট ইসলামিক বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ একটি ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীর প্রতিটি অঞ্চলের মানুষের জন্য তাদের সময় অনুযায়ী শবে কদর নির্ধারণ করেন। অর্থাৎ, বাংলাদেশে যে রাতে শবে কদর পালিত হয়, সৌদি আরব বা আমেরিকায় সেটি ভিন্ন রাতে হতে পারে। কারণ, যখন বাংলাদেশে রাত, তখন বিশ্বের অন্য কোনো প্রান্তে দিন চলছে। তাই একেক দেশে শবে কদরের সময় ভিন্ন হতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই।

এ প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে—আল্লাহ তো শবে কদরের রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন, তাহলে ভিন্ন দেশে ভিন্ন সময়ে শবে কদর হলে তিনি কোথায় থাকেন? এর উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, মানুষ সময় ও স্থানের সীমাবদ্ধতায় আবদ্ধ, কিন্তু আল্লাহ তা’আলা এসব সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তিনি সর্বশক্তিমান, তাঁর জন্য কিছুই অসম্ভব নয়। একই সময়ে তিনি কোথাও জীবন দিচ্ছেন, আবার কোথাও মৃত্যু। সূর্য একসাথে বিভিন্ন স্থানে আলো দিতে পারে, কিন্তু মানুষ এক জায়গায় থাকলে আরেক জায়গায় যেতে পারে না। অথচ আল্লাহ এর ঊর্ধ্বে, তাঁর অস্তিত্ব ও কার্যক্রম মানুষের ভাবনার বাইরে।

শায়খ আহমাদুল্লাহর এই ব্যাখ্যা থেকে বোঝা যায়, শবে কদর একই রাতে সারা বিশ্বের জন্য নির্দিষ্ট নয়। এটি প্রত্যেক অঞ্চলের মানুষের রাত অনুযায়ী নির্ধারিত হয়, যা ইসলামেরই এক মহান রহস্য।

 

 

তথ্যসূত্র: https://youtube.com/shorts/mEdSriGkYt8?si=2AXVfaMPt6AP1LgD

আবীর

×