ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ইসলামে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করা যাবে কি? শায়খ ড. আহমাদুল্লাহ যা বললেন

প্রকাশিত: ০৫:৪০, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৪১, ১৯ মার্চ ২০২৫

ইসলামে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করা যাবে কি? শায়খ ড. আহমাদুল্লাহ যা বললেন

ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে ইসলামের স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। মহান আল্লাহ বলেন:

"এবং মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুসলিম দাসী মুশরিক নারীর চেয়ে উত্তম, যদিও সে তোমাদের খুব ভালো লাগে। আর মুশরিক পুরুষদের সাথে (নারীদের) বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুসলিম দাস মুশরিক ব্যক্তির চেয়ে উত্তম, যদিও সে তোমাদের খুব ভালো লাগে। তারা দোজখের দিকে ডাকছে, আর আল্লাহ তাঁর অনুমতিতে জান্নাত ও ক্ষমার দিকে ডাকছেন। তিনি তাঁর নির্দেশ সুস্পষ্ট করে তুলে ধরেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে।"
— (সূরা আল-বাকারা: ২২১)

দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. আহমাদুল্লাহ এ বিষয়ে বলেন, ইসলামে মুসলিম পুরুষদের "আহলে কিতাব" (ইহুদি ও খ্রিস্টান) নারীদের সাথে বিবাহের অনুমতি আছে, তবে অন্যান্য ধর্মের নারীদের সাথে বিয়ে করা নিষিদ্ধ। অপরদিকে, মুসলিম নারীদের জন্য কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করা সরাসরি হারাম করা হয়েছে।

তিনি আরও বলেন, যদি অন্য ধর্মের কোনো নারী ইসলাম গ্রহণ করেন, তাহলে মুসলিম পুরুষ তাকে বিয়ে করতে পারবেন। এতে কোনো বাধা নেই। তবে, ইসলামী জীবনব্যবস্থা বজায় রাখার স্বার্থে একজন মুসলিম পুরুষের জন্যও মুসলিম নারীকেই বিয়ে করাই উত্তম।
 

কানন

×