
ছবিঃ সংগৃহীত
ইসলামে সুদ গ্রহণ ও প্রদান কঠোরভাবে হারাম। তবে অনেকেই অজ্ঞতা বা চরম সংকটের কারণে ব্যাংক বা সুদভিত্তিক প্রতিষ্ঠানের ঋণ নিয়ে ফেলেন। এমন পরিস্থিতিতে কী করবেন? সুদের গুনাহ থেকে মুক্তির উপায় কী? এ বিষয়ে প্রখ্যাত ইসলামিক বক্তা শাইখ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
শাইখ আহমাদুল্লাহ বলেন, "যদি কেউ ভুলবশত সুদী ঋণ নিয়ে ফেলেন, তবে দ্রুততম সময়ের মধ্যে তা পরিশোধ করে ফেলা উচিত।" এজন্য তিনি কিছু করণীয় উল্লেখ করেছেন—
প্রথমত, যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করতে হবে। নিজের স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও সুদী ঋণ শোধ করা জরুরি।
দ্বিতীয়ত, অন্য কোনো হালাল উপায়ে অর্থের ব্যবস্থা করতে হবে। সুদী লেনদেন বন্ধ করার জন্য কোনো বৈধ ও সুদমুক্ত বিকল্প খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, তওবা নাসুহা করতে হবে। একান্ত অনুশোচনা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো সুদের পথে যাবেন না।
শাইখ আহমাদুল্লাহ আরও বলেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যদি কেউ সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে গুনাহ পরিত্যাগ করে, তবে আশা করা যায় যে আল্লাহ তাকে ক্ষমা করবেন।
আল্লাহ তাআলা কুরআনে বলেন—
"নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন।" (সূরা বাকারা: ২২২)
ইমরান