ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ধূমপান করে রোজা রাখলে রোজা কবুল হবে কি?

প্রকাশিত: ২৩:৩৫, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৩৬, ১৮ মার্চ ২০২৫

ধূমপান করে রোজা রাখলে রোজা কবুল হবে কি?

ছবি: সংগৃহীত

রমজান মাসে দিনের বেলায় খাবার, পানি ও অন্যান্য ভোগ্যপণ্য গ্রহণ থেকে বিরত থাকার পাশাপাশি মুসলমানদের জন্য আত্মসংযমের শিক্ষা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ। 

কিন্তু অনেকেই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে না পেরে সাহরি বা ইফতারের সময় কিংবা কখনো গোপনে দিনের বেলায় ধূমপান করেন। এতে কি রোজা কবুল হবে?

ধূমপান কি রোজা ভঙ্গ করে?
ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, ধূমপান রোজা ভঙ্গকারী কাজগুলোর অন্তর্ভুক্ত। কারণ, ধূমপানের ফলে শরীরে নিকোটিন, টার, কার্বন মনোক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রবেশ করে, যা পানাহারের মতোই শরীরের ভেতরে যায়। তাই দিনের বেলায় রোজা থাকা অবস্থায় ধূমপান করলে রোজা ভেঙে যায়।

ধূমপানের কারণে রোজা কবুল হবে কি?
দিনের বেলায় ধূমপান করলে রোজা ভেঙে যায় এবং কাফফারা আদায় করতে হয়। রোজার উদ্দেশ্য আত্মসংযম চর্চা করা, কিন্তু ধূমপানের মাধ্যমে তা ক্ষুণ্ন হয়।

ইফতার ও সাহরির সময় ধূমপান করলে রোজা ভঙ্গ না হলেও এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রোজার আত্মশুদ্ধির মূল শিক্ষার বিপরীত। ধূমপান শুধু রোজার জন্য নয়, স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই রমজান মাসকে ধূমপান ছাড়ার সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।

শিলা ইসলাম

×