ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মঙ্গলবার রাতের ইবাদতের ফজিলত ও করণীয়

প্রকাশিত: ০১:০০, ১৮ মার্চ ২০২৫

মঙ্গলবার রাতের ইবাদতের ফজিলত ও করণীয়

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মে প্রতিটি রাতই ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ। যেকোনো রাতের ইবাদতই আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান এবং তা মানুষের আত্মশুদ্ধি ও নেক আমলের মাধ্যম হতে পারে।

মঙ্গলবার রাতে কী কী ইবাদত করা যেতে পারে?

তাহাজ্জুদ নামাজ:
রাতের শেষ ভাগে ২ বা ৪ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম।
আল্লাহ বলেন, "রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল ইবাদত।" (সুরা বনি ইসরাইল: ৭৯)

দোয়া ও ইস্তিগফার:
গুনাহ থেকে মুক্তি পেতে বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা উচিত।
“আস্তাগফিরুল্লাহ” (আমি আল্লাহর কাছে ক্ষমা চাই) ১০০ বার পড়া যায়।

সুরা ইয়াসিন ও সুরা মুলক তিলাওয়াত:
রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি প্রতি রাতে সুরা মুলক পড়বে, কবরের আজাব থেকে রক্ষা পাবে।" (তিরমিজি)

দরুদ শরিফ পাঠ:
রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি আমাকে দরুদ পাঠ করে, তার ওপর রহমত নাযিল হয়।" (মুসলিম)

অলস সময় নষ্ট না করে জিকির করা:
"সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার" বেশি বেশি বলা যেতে পারে।
"লা ইলাহা ইল্লাল্লাহ" (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই) বেশি বেশি বলা উচিত।

মঙ্গলবার রাতের নির্দিষ্ট কোনো ইবাদতের কথা কুরআন-হাদিসে উল্লেখ নেই, তবে অন্যান্য রাতের মতোই এটি ইবাদত-বন্দেগির জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমত লাভের জন্য এ রাতে বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও নামাজ আদায় করা উচিত। 

শিলা ইসলাম

×