
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসের রোজা পালন মুসলমানদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ কিছু আমল করতেন, যা তার অনুসারীদের জন্য দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ইফতারের আগে কিছু গুরুত্বপূর্ণ আমল পালন করতেন তিনি যা রোজাদারদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী ইফতারের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিশেষ দোয়া করতেন। তিনি এই সময় ইবাদতে মনোযোগী হতেন এবং মাগফেরাত কামনা করতেন। ইফতারের সময়টি দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে তিনি উল্লেখ করেছেন। তাই রোজাদারদের উচিত ইফতারের আগে আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন ও ইহকাল পরকালের কল্যাণের জন্য দোয়া করা।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইফতার করতেন এবং সেহরির সময় দেরি করতেন। ইফতার করার আগে তিনি সাধারণত হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। রমজানের দান সাদকা করাও নবীজির অন্যতম গুরুত্বপূর্ণ আমল ছিল। বিশেষ করে ইফতারের সময় তিনি অন্যদের খাওয়ানোর প্রতি গুরুত্ব দিতেন। হাদিসে বর্ণিত আছে, "যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে একই পরিমাণ সওয়াব লাভ করবে। তাই রমজান মাসে গরীব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করাও একটি গুরুত্বপূর্ণ সুন্নাত।"
আবীর