ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

যদি নবীজিকে (সা.) সামনে পেতেন, তাকে কি বলতেন?

প্রকাশিত: ১৭:০৯, ১৭ মার্চ ২০২৫

যদি নবীজিকে (সা.) সামনে পেতেন, তাকে কি বলতেন?

ছবি: সংগৃহীত

বিষয়টি গভীর আবেগ এবং শ্রদ্ধার বিষয়। যদি কেউ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সামনে পেতেন, তাহলে তাদের প্রতিক্রিয়া ব্যক্তিগত অনুভূতি ও ভালোবাসার ওপর নির্ভর করত। নবীজি (সা.)-কে সামনে পেলে হয়তো অনেকে কথাই বলতে পারতো না! হয়তো চোখে পানি এসে যেত, হয়তো শুধুই শ্রদ্ধায় মাথা নিচু করে রাখতো, কারণ তার সামনে দাঁড়ানোর সম্মানই তো অপরিসীম।

সম্প্রতি একজন অনলাইন একটিভিষ্টের এমনই একটি প্রশ্নের মুখোমুখি হয়েছেন একজন মুসল্লী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, প্রশ্ন করার সাথে সাথে তিনি কান্নায় ভেঙে পড়েন। কয়েক মিনিটের সেই ভিডিওতে তিনি তার কান্নার কারণে কথাই বলতে পারেননি। আসলে এই প্রশ্নের উত্তরের থেকে এটি একটি আবেগ এবং ভালোবাসার বিষয়। এই ধরনের পোস্ট ও ছবি সাধারণত মানুষের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করতে এবং নবীজির (সা.) প্রতি ভালোবাসা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি ভাবনার গভীরতা বাড়ায় এবং মানুষকে আত্মসমালোচনার দিকে ধাবিত করে।

ফারুক

×