ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রাশি গণণা করা ও তার প্রতি বিশ্বাস শরীয়াহসম্মত? যা বলছেন আহমাদুল্লাহ

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ মার্চ ২০২৫

রাশি গণণা করা ও তার প্রতি বিশ্বাস শরীয়াহসম্মত? যা বলছেন আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী অনেকেই দৈনিক রাশিফলের ভিত্তিতে তাদের দিন শুরু করেন। কেউ কেউ ভবিষ্যৎ সম্পর্কে জানতে বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন হন। তবে ইসলামে রাশিফলের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

একটি টিভি চ্যানেলের সম্প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, "ইসলামে রাশিফল বলে কিছু নেই। একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারিত করেন স্বয়ং আল্লাহ তা'আলা। রাশিফলে বিশ্বাস করা ঈমানের সাথে সাংঘর্ষিক।"

তিনি আরও ব্যাখ্যা করেন যে, ইসলাম অনুযায়ী, মানুষের ভাগ্য আল্লাহর লিপিবদ্ধ করা এক নির্ধারিত বিষয়। কেউ যদি রাশিফলে বিশ্বাস করে, তাহলে তা আল্লাহর নির্ধারিত ভাগ্যের প্রতি অবিশ্বাসের শামিল হতে পারে, যা ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ।

ধর্মীয় বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, "বিশ্বাসীদের উচিত কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করা এবং ভিত্তিহীন বিশ্বাস থেকে বিরত থাকা।"

সূত্র : https://youtu.be/5lbuYLt2K2A?si=vavcGlMsdPrOMAWg

আসিফ

×