ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রোজা থাকা অবস্থায় ঠোঁটের চামড়া খেলে কি রোজা ভেঙ্গে যাবে?

প্রকাশিত: ০৪:০৯, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ০৪:১২, ১৭ মার্চ ২০২৫

রোজা থাকা অবস্থায় ঠোঁটের চামড়া খেলে কি রোজা ভেঙ্গে যাবে?

ছবিঃ সংগৃহীত

রোজা থাকা অবস্থায় ঠোঁটের চামড়া খেলে কি রোজা ভেঙ্গে যাবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, কেউ যদি ঠোঁটের চামড়া ইচ্ছার বাইরে যদি গিলে ফেলেন তাহলে রোজার কোন সমস্যা হবে না। রোজা হয়ে যাবে। তবে চেষ্টা করতে হবে ইচ্ছার বাইরে যেন এরকম না হয়।

 

সূত্রঃ https://youtube.com/shorts/E4xR6bgkBgM?si=Vu_OGoJ7b5ddY7lN

রিফাত

×