
ছবিঃ সংগৃহীত
ইসলামে চোখের গুনাহকে একটি ভয়ংকর গুনাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শায়খ আহমাদুল্লাহ এক বিশেষ বক্তব্যে বলেন, অনেকে নামাজে থাকলেও তাদের অন্তর গুনাহে লিপ্ত থাকে। সেজদায় গিয়ে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা সত্ত্বেও তাদের মন অন্য চিন্তায় বিভোর থাকে। তিনি বিশেষ করে যুবক-যুবতীদের সতর্ক করেন, যেন তারা দৃষ্টিকে সংযত রাখে এবং হারাম থেকে বেঁচে থাকে।
শায়খ বলেন, “আমাদের চোখ যদি শয়তানের দখলে চলে যায়, তবে আমাদের হৃদয়ও ধীরে ধীরে শয়তানের দাসে পরিণত হবে। একজন ব্যক্তি যদি টিভি, মোবাইল, বা বাস্তবে হারাম কিছু দেখে, সেটির প্রভাব দীর্ঘদিন থেকে যায়। এমনকি নামাজের সময়েও সেই দৃশ্য মনে পড়ে, যা ইবাদতের খুশু-খুজু নষ্ট করে।”
তিনি আরও বলেন, “চোখ, কান, মুখ এগুলো আমাদের দেহের সীমান্তরক্ষী। যদি এই সীমান্ত শয়তানের হাতে চলে যায়, তবে পুরো আত্মা ধ্বংসের দিকে ধাবিত হবে।"
শায়খ আহ্বান জানান, "আসুন, আমরা হারাম দৃশ্য দেখা থেকে বিরত থাকি, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করি এবং জান্নাতের পথে চলার সংকল্প করি। যারা চোখের গুনাহ থেকে বেঁচে থাকবেন, তারা ঈমানের মিষ্টতা অনুভব করবেন এবং জান্নাতের অধিকারী হবেন। ইনশাআল্লাহ।”
ইমরান