ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে ? শায়খ আহমাদুল্লাহ যা বললেন

প্রকাশিত: ২০:১২, ১৬ মার্চ ২০২৫

রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে ? শায়খ আহমাদুল্লাহ যা বললেন

ছবি: সংগৃহীত

রমজান মাসে রোজা রাখা ফরজ ইবাদত, যা প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য বাধ্যতামূলক। অন্যদিকে, তারাবিহ নামাজ সুন্নত, যা রাসুলুল্লাহ (সা.) গুরুত্বসহকারে আদায় করতেন। 

অনেকের মনে প্রশ্ন জাগে, যদি কোনো কারণে রোজা রাখা সম্ভব না হয়, তাহলে কি তারাবিহ নামাজ পড়া যাবে? বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ তার এক বক্তব্যে বলেছেন, রোজা না রাখলেও তারাবিহ নামাজ আদায় করা যাবে। রোজা ও তারাবিহ দুটি ভিন্ন ইবাদত। রোজা ফরজ ইবাদত, যা প্রত্যেক সক্ষম মুসলমানের ওপর বাধ্যতামূলক। অন্যদিকে, তারাবিহ সুন্নতে মুআক্কাদা, যা পড়লে মহান সওয়াব পাওয়া যায়, কিন্তু না পড়লেও রোজার উপর কোনো প্রভাব পড়ে না। তবে যারা ইচ্ছাকৃতভাবে তারাবিহ পরিত্যাগ করেন, তারা সুন্নত পরিত্যাগের কারণে সওয়াব থেকে বঞ্চিত হবেন। 

তাই, কোনো কারণে রোজা রাখতে না পারলেও, তারাবিহ নামাজ পড়া থেকে বিরত থাকা উচিত নয়। এটি রমজানের বরকত ও রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে রোজা ও তারাবিহসহ সকল ইবাদত পালনের তওফিক দান করুন।

শিলা ইসলাম

×