ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ইফতারের দোয়া না পড়লে কি রোজা হবে?

প্রকাশিত: ১৫:৪৪, ১৬ মার্চ ২০২৫

ইফতারের দোয়া না পড়লে কি রোজা হবে?

ছবি: সংগৃহীত

ইফতারের সময় নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত, তবে এটি ফরজ বা ওয়াজিব নয়। অর্থাৎ, কেউ যদি ইফতারের সময় দোয়া পড়তে ভুলে যান বা না পড়েন, তাহলে তার রোজা বাতিল হবে না।

ইসলামের দৃষ্টিতে ইফতারের দোয়া:

রাসুলুল্লাহ (সা.) ইফতার করার সময় এই দোয়া পড়তেন:

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

অর্থ:
"হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার ওপর বিশ্বাস রেখেছি, তোমার ওপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।"

এছাড়া আরও একটি দোয়া হাদিসে পাওয়া যায়:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

অর্থ:
"তৃষ্ণা দূর হলো, শিরাগুলো সিক্ত হলো এবং ইনশাআল্লাহ সওয়াব স্থির হয়ে গেল।"
 

কানন

×