
ছবিঃ সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সিজদা হলো মুমিনের জন্য ইবাদতের সর্বোত্তম মুহূর্ত। এই অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তবে সিজদায় দোয়া করার পদ্ধতি নিয়ে ইসলামি বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে।
যদি কোনো ব্যক্তি একক সিজদায় (যেমন, তিলাওয়াতের সিজদা বা শোকর সিজদা) থাকেন, তাহলে তিনি যেকোনো ভাষায়, নিজের মনের চাওয়া আল্লাহর সামনে পেশ করতে পারেন। এক্ষেত্রে প্রথমে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করা উত্তম, এরপর নিজের ভাষায় দোয়া করা যেতে পারে।
নামাজের সিজদায় দোয়া করার বিষয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। হানাফি মাজহাবের মতে, নামাজের মধ্যে মাতৃভাষায় দোয়া করা বৈধ নয়। তবে মনে মনে দোয়া করা যেতে পারে, কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না। কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো নামাজের মধ্যে পড়াই উত্তম। অন্যদিকে, অন্যান্য মাজহাবের মতে, ফরজ নামাজের সিজদায় মাতৃভাষায় দোয়া না করাই উত্তম, তবে নফল নামাজের সিজদায় নিজের ভাষায় দোয়া করা বৈধ এবং অনেক ওলামা এটি অনুমোদন করেছেন।
সিজদার মাধ্যমে আল্লাহর কাছে কাকুতি-মিনতি ও প্রার্থনা করা একজন মুমিনের জন্য বিশেষ সুযোগ। সঠিক নিয়ম মেনে দোয়া করলে এটি আরও বেশি ফজিলতপূর্ণ ও কবুল হওয়ার সম্ভাবনা থাকে।
সূত্রঃ https://youtube.com/shorts/21wn_pfOg-E?si=jOqxNt0crLS3kl8Q
ইমরান