
ছবিঃ সংগৃহীত
যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা মুসলমানদের সম্পদের শুদ্ধতা নিশ্চিত করে। অনেকেই প্রশ্ন করেন, যদি কারো কাছে ১০ ভরি স্বর্ণ থাকে, তবে কি পুরো ১০ ভরির যাকাত দিতে হবে, নাকি সাড়ে সাত ভরির পরিমাণ ছাড়িয়ে যাওয়া অংশের যাকাত দিতে হবে?
ইসলামী বিধান অনুযায়ী শায়খ আহমাদুল্লাহ বলেন, যদি কারও কাছে সাড়ে সাত ভরির বেশি স্বর্ণ থাকে, তাহলে তাকে পুরো পরিমাণ স্বর্ণের ওপরই যাকাত দিতে হবে, শুধুমাত্র অতিরিক্ত অংশের ওপর নয়। অর্থাৎ, ১০ ভরি স্বর্ণ থাকলে পুরো ১০ ভরিরই যাকাত দিতে হবে।
যাকাতের হিসাব:
✔️ যাকাতের হার: ২.৫% (আড়াই শতাংশ)
✔️ যাকাত নির্ধারণ: স্বর্ণের বর্তমান বাজারমূল্যের ওপর ভিত্তি করে প্রতি বছর একবার যাকাত প্রদান করতে হয়।
যেমন, যদি ১০ ভরি স্বর্ণের বাজারমূল্য ১ লাখ টাকা হয়, তাহলে যাকাতের পরিমাণ হবে ২,৫০০ টাকা (১,০০,০০০ × ২.৫%)।
তাহলে,
✅ যদি স্বর্ণের পরিমাণ সাড়ে সাত ভরির বেশি হয়, তাহলে পুরো পরিমাণ স্বর্ণের ওপর যাকাত ফরজ হবে।
✅ যাকাত নির্ধারণে স্বর্ণের বাজারমূল্য হিসাব করতে হবে।
✅ বছরে একবার এই হিসাব করে আড়াই শতাংশ যাকাত প্রদান করতে হবে।
এভাবে নিয়ম মেনে যাকাত আদায় করলে সম্পদ পরিশুদ্ধ হয় এবং আর্থিক সাম্যতা বজায় থাকে।
ইমরান