ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ধূমপানের বিষয়ে ইসলাম কী বলে?

প্রকাশিত: ২৩:৩৬, ১৫ মার্চ ২০২৫

ধূমপানের বিষয়ে ইসলাম কী বলে?

ইসলামে ধূমপান এবং মাদক সেবন নিয়ে কী বিধান রয়েছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত। তিনি বলেন, "ইসলামের দৃষ্টিতে ধূমপান, মাদক ও অন্যান্য ক্ষতিকর অভ্যাসসমূহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।"


মাওলানা ইয়াসিন আরাফাত তার বক্তব্যে উল্লেখ করেন, "সূরা লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, যে সব জিনিস দেহের জন্য ক্ষতিকর এবং সমাজের জন্য বিপজ্জনক, সেগুলো সবই হারাম। এর মধ্যে গান-বাজনা, লটারি, জুয়া, খেলাধুলা এবং মাদক যেমন রয়েছে, তেমনি ধূমপানও হারাম।"


তিনি আরও বলেন, "সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ছিল এমন, যেখানে একজন মুসল্লি বলেছিলেন, 'ধূমপান বন্ধ করুন, নামাজিরা এবং রোজাদারের জন্য এটি কষ্টকর।' কিন্তু তার এ কথা বলার পর কিছু লোক তার উপর গরম চা ছুঁড়ে মারে।"


মাওলানা ইয়াসিন আরাফাত বলেন, "এখানে একজন রোজাদারের কষ্ট নিয়ে কোনো প্রতিবাদ হয়নি। বরং, যারা এমন ক্ষতিকর আচরণ করলো, তারা সম্পূর্ণভাবে ভুল কাজ করেছে। একজন ব্যক্তির মন্তব্য ছিল, 'রোজার দিন বা সময়েও আপনি প্রকাশ্যে ধূমপান করবেন না, কারণ এটি মুসল্লিদের জন্য কষ্টকর।' সেখানে অবশ্যই বলার ছিল, 'দুঃখিত, আপনাকে কষ্ট দেওয়ার জন্য।' কিন্তু, উল্টো তার উপর আক্রমণ করা হলো।"


মাওলানা বলেন, "এটা রমজান মাস, আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে।"


তিনি আরও বলেন, "আমরা একে অপরকে সম্মান জানাতে শিখিনি। অথচ আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, দাবি করি আমরা অনেক জ্ঞানী। কিন্তু আসলেই যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তাহলে প্রকৃত অর্থে আমরা জ্ঞানী হতে পারব না।"


সূত্র:https://tinyurl.com/yc76sy2p

আফরোজা

×