ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ডিপিএসের লাভের টাকা গরিবদের দিয়ে দিলে জায়েজ হবে কি?

প্রকাশিত: ১৭:১৮, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১৭:২০, ১৫ মার্চ ২০২৫

ডিপিএসের লাভের টাকা গরিবদের দিয়ে দিলে জায়েজ হবে কি?

ছবি: সংগৃহীত

প্রখ্যাত ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সুদ ভিত্তিক ডিপিএস করা হারাম এবং সুদভিত্তিক কোনো লোন, স্কিমে টাকা রেখে সুদ নেয়া হারাম। 

না বুঝে টাকা রাখায় এখন টাকা চলে আসছে, সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন। কিন্তু, আপনি ভাল উদ্দেশ্য অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন সেজন্য ছড়া সুদে আরেক জায়গায় দিয়ে দিলে সেটা জায়েজ হবেনা।

ঠাণ্ডা মাথায় আপনি সুদি ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন, এই পদ্ধতিতে দানের শিক্ষা ইসলাম আপনাকে দেয় না।

 

ভিডিও লিংক: https://www.facebook.com/reel/559080933558472/?mibextid=9drbnH&s=yWDuG2&fs=e

শিহাব

×