ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বিয়ে করা ফরজ নাকি সুন্নত?

প্রকাশিত: ১৪:১৯, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৪৩, ১৫ মার্চ ২০২৫

বিয়ে করা ফরজ নাকি সুন্নত?

ছবি: সংগৃহীত

বিয়ে বিষয়ে আমাদের সমাজে প্রচলিত ধারণা যে এটি সকলের জন্য ফরজ। এই ধারণাটি ভুল।

বিবাহ করার জন্য পবিত্র কুরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন।

রাসূলুল্লাহ (সা:) বলেন, ”হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহ করতে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কারণ এটা তার দৃষ্টিকে অবনমিত রাখে, লজ্জাস্থানকে হেফাযত করে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না তার উপর সিয়াম পালন করা কর্তব্য। কারণ এটা তার জন্য ঢালস্বরূপ” (বুখারী ও মুসলিম, মিশকাত হা/৩০৮০)।

তবে যার অশ্লীল কর্মে লিপ্ত হওয়ার আশংকা রয়েছে এবং বিবাহ করার সামর্থ্য রাখে তার উপর বিবাহ করা ফরজ (ফাতাওয়া লাজনা দায়েমা ১৮/ ৬)।

বিয়ে করার একটি পূর্বশর্ত হলো বিয়ে করার শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা। স্বাভাবিক সাধারণ সময়ে বিয়ে করা সুন্নত, ফরজ নয়। অর্থাৎ, সামর্থ্য থাকার পরেও কেউ যদি বিয়ে করতে না চায়, এবং বিয়ে না করলে সে কোনো পাপাচারে লিপ্ত হবে না তাদের জন্য বিয়ে সুন্নত। সুতরাং, বিয়ে না করলে কোনো গুনাহ হবে না, নবীর সুন্নত বাদ পড়বে। তবে সামর্থবান ও বিয়ে করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের জন্য বিয়ে করা সুন্নত, সওয়াবের কাজ, উত্তম কাজ।

সূত্র: https://youtu.be/xfKiMQT4tss?si=w0JabbFOzBsh6gj7

মায়মুনা

×