ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মরুভূমিতে সবুজের সমারোহ কি কেয়ামতের আলামত?

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ মার্চ ২০২৫

মরুভূমিতে সবুজের সমারোহ কি কেয়ামতের আলামত?

ছবি: সংগৃহীত

আবূ হুরায়রাহ্ (রা:) হতে বর্ণিত - তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত না ধন-সম্পদের প্রাচুর্য হবে এবং (পানির মতো) তা প্রবাহিত হতে থাকবে। এমনকি লোকেরা নিজেদের সম্পদের যাকাত বের করবে বটে, কিন্তু তা গ্রহণ করার মতো কোন লোক পাবে না। তিনি (সা.) আরো বলেছেন, কিয়ামতের আগে ’আরব ভূমি সুজলা সুফলা উদ্যান ও প্রবাহিত নদ-নদীতে পরিবর্তিত হয়ে যাবে। (মুসলিম)

তাঁর এই হাদিস পৃথিবীবাসী এখনো বুঝতে পারে নি। এটি ঠিক যে, কেয়ামতের আগে মরুভূমিতে সবুজ শ্যামল, গাছ, ঘাস হবে, যেসব মরুভূমিতে হওয়া স্বাভাবিক নয়। মরুভূমিতে সাধারণত অনেক ব্যয় করে ঘাস জন্মাতে হয়, সেখানে গাছগুলো হয় রুক্ষ যেগুলোতে কোনো পাতা পাওয়া যায় না। বর্তমানে এসব দেশে গাছ জন্মাচ্ছে, ফসল ফলানো হচ্ছে। স্যাটেলাইট থেকে দেখলে দেখা যায় মরুভূমিতে সবুজের সমারোহ, যা একটি অলৌকিক ঘটনা।

এই ঘটনাটিই কেয়ামতের আলামত এমন নির্দিষ্টভাবে বিশ্বাস করা উচিত নয়। তবে কেয়ামতের আগে মরুভূমিতে এমন ঘটনা ঘটবে যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এটি কৃত্রিমভাবেও হতে পারে, প্রাকৃতিকভাবেও হতে পারে। এবং যে অঞ্চলগুলোতে এসব স্বাভাবিক বিষয় ছিল, সেসব এলাকায় ঘটবে উল্টো ঘটনা‌। পানির সরবরাহ থাকবে না, গাছপালা কমে যাবে।

অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন যে, কেয়ামতের লক্ষণ প্রকাশ পেয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎ বাণী সত্য হয়েছে।

কুরআন ও হাদিসে উল্লেখিত কেয়ামতের ১৪১ টি আলামতের মধ্যে ১৩১ টি হলো ছোট আলামত, যার বেশিরভাগই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। বাকী ১০ টি হলো বড় আলামত। এগুলো একদম শেষ মুহূর্তে দেখা দিবে।

মহানবী (সা:) বলেছেন কেয়ামতের আগে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ হবে, ঝর্না প্রবাহিত হবে। তবে সম্প্রতি যে বৃষ্টি বাদল ও সবুজের সমারোহ এটাই কি সেই লক্ষণ কি না তা নির্দিষ্ট করে বলার এখতিয়ার আমাদের কারো নেই। কুরআনের সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো কেয়ামত বা মহাপ্রলয়। এসব বিষয় থেকে শিক্ষা নিয়ে আমাদের কেয়ামতের প্রস্তুতি নিতে হবে।

সূত্র: https://youtu.be/7N2lGgiT-CM?si=0aCm19Pljhy4MDeN

মায়মুনা

×