ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মৃত বাবার অবশিষ্ট মোহর কি সন্তান পরিশোধ করতে পারবে?

প্রকাশিত: ০২:২৫, ১৫ মার্চ ২০২৫

মৃত বাবার অবশিষ্ট মোহর কি সন্তান পরিশোধ করতে পারবে?

ছবি : জনকণ্ঠ

শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।

উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা দাওয়াহছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেনআস-সুন্নাহ ফাউন্ডেশন

নাজিম আহমেদ শুভ্র, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন, এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমার মাকে দিতে পারবো?

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, হ্যাঁ ভাই, শুভ্র। অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন। এবং এই মাসআলাটি আমরা অনেকে জানিনা যে, যদি কোন মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান, তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে, সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে। তার মধ্যে থেকে তার মায়ের যে মোহর বাবত প্রাপ্য টাকা, সেটাও কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=6CX02NAnPIE

মো. মহিউদ্দিন

×