ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রোজার মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে, মানুষ কীভাবে তাহলে খারাপ কাজ করে?

প্রকাশিত: ০১:৫১, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫২, ১৫ মার্চ ২০২৫

রোজার মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে, মানুষ কীভাবে তাহলে খারাপ কাজ করে?

ছবিঃ সংগৃহীত

একটি মাহফিলে প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। 

তিনি বলেন, শয়তানের শয়তানির কারণেই মানুষ শুধু খারাপ কাজ করে  ব্যাপারটা সেরকম না। আল্লাহ সূরা ইউসুফে বলেছেন, নিশ্চয়ই মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। তাই শুধু শয়তানের শয়তানিতে মানুষ খারাপ কাজ করে এমন না, মানুষের মনের প্রবৃত্তির জন্যও মানুষ খারাপ কাজ করে৷ 

শায়খ আহমাদুল্লাহ উদাহরণস্বরূপ বলেন, একটি ফ্যানের সুইচ অফ করার পরেও কিছুক্ষণ ঘুরে, রোজার আগে শয়তান যে ওয়াসওসা দিয়ে যায়, সেটা রোজার ভিতরেও কিছুদিন আ্যক্টিভ থাকে৷ যার কারণে অনেক মানুষ শয়তানি থেকে বাঁচতে পারে না। 

আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন; নবী (সাঃ) বলেছেন, প্রধান শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বাকি শয়তান বাইরে থাকে।

 

সূত্রঃ https://youtu.be/ImeBDfWHXG0?si=evmTucVP4aW3DF6t

রিফাত

×