
ছবিঃ সংগৃহীত
রমজান মাস সিয়াম সাধনার মাস। সারাদিন রোজা রাখার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করার সময় বিশেষ দোয়া পড়া সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে এই দোয়া পড়ে ইফতার করতেন এবং উম্মতদেরও তা পড়ার পরামর্শ দিয়েছেন।
ইফতারের দোয়াটি হলো: “আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু, ওয়া বিকা আমানতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।” এর অর্থ: “হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিকে ইফতার করছি।”
হাদিস অনুযায়ী, ইফতারের মুহূর্তটি দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ সময়। রাসূল (সা.) বলেন, “রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে—একটি হলো ইফতারের সময় এবং অন্যটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।”
আরেকটি হাদিসে এসেছে, “তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না—এক. রোজাদারের ইফতারের সময়, দুই. ন্যায়পরায়ণ শাসকের দোয়া, তিন. মজলুমের দোয়া।”
এছাড়াও, আরেক হাদিসে উল্লেখ রয়েছে, “রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়েও পবিত্র।”
ইফতারের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। মহান আল্লাহ এ সময় বান্দার দোয়া কবুল করেন। তাই ইফতারের আগ মুহূর্তে যেকোনো দোয়া করলে তা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
ইমরান