ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

যে তিনটি আমল করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন

প্রকাশিত: ২১:৩২, ১৪ মার্চ ২০২৫

যে তিনটি আমল করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন

মানুষ জন্মগ্রহণ করে সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায়, এবং কিছু বিশেষ আমল করলে সেই নিষ্পাপ অবস্থায় ফিরে যাওয়া সম্ভব। নবী মুহাম্মদ (সা.) এর হাদিস অনুযায়ী তিনটি গুরুত্বপূর্ণ আমল পালনের মাধ্যমে মানুষ তার সমস্ত গুনাহ থেকে মুক্তি পেতে পারে।

১. বিশুদ্ধ হজ করা

সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি হজ সম্পন্ন করে এবং হজের সময় কোন যৌন অপরাধে লিপ্ত হয় না কিংবা অন্য কোনো পাপ করে না, সে ব্যক্তি হজ সম্পন্ন করে ফিরে আসার পর ঠিক তেমনই পবিত্র হয়ে যায় যেমন সদ্য ভূমিষ্ঠ শিশু থাকে। হজ একটি মহৎ ইবাদত যা শর্ত সাপেক্ষে পালিত হলে মানুষের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়।

২. বিশুদ্ধভাবে অজু ও নামাজ আদায় করা

আরেকটি হাদিসে বর্ণিত আছে যে, যদি কেউ আল্লাহর নির্দেশ অনুসারে সঠিক ও সুন্নাহ সম্মতভাবে অজু করে এবং এরপর দুই রাকাত নামাজ আদায় করে, তারপর আন্তরিকভাবে আল্লাহর প্রশংসা ও গুণগান করে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত পার্থিব মোহ পরিত্যাগ করে, তবে সে সম্পূর্ণরূপে পাপমুক্ত হয়ে যাবে।

৩. ধৈর্য সহকারে বিপদ মেনে নেওয়া

একটি হাদিসে কুদসিতে বলা হয়েছে, যদি কোনো ঈমানদার ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদে পড়ে, এবং সেই বিপদকে ধৈর্য সহকারে গ্রহণ করে, আল্লাহর প্রশংসা করতে থাকে এবং চিন্তা করে যে আল্লাহ তাকে পরীক্ষা করছেন, তবে সে-ও সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো পবিত্র হয়ে যাবে। এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে।

তওবার গুরুত্ব

তবে, যদি কেউ বড় কোনো গুনাহ করে থাকে, তাহলে তাকে অবশ্যই খাঁটি অন্তরে তওবা করতে হবে। পাপের জন্য অনুশোচনা করা, ভবিষ্যতে তা না করার প্রতিজ্ঞা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া গুনাহ মুক্ত হওয়ার অন্য কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সবাইকে এসব মহৎ আমল করার তৌফিক দান করুন এবং সকল গুনাহ থেকে মুক্তি দিয়ে মৃত্যুবরণ করার সুযোগ দিন। আমিন।

সূত্র :https://www.facebook.com/share/v/1AB4LG2YLa/

রাজু

×