
ছবি: সংগৃহীত
রোজার মধ্যে লালা বা থুথু গিলে ফেলার বিষয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। এ নিয়ে ইসলামী আলোচক ও স্কলার শায়খ আহমাদুল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, "মানুষের মুখে স্বাভাবিকভাবেই লালা তৈরি হয়। এটি আল্লাহর এক নিয়ামত, যা খাবার হজম ও মুখের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। রোজা অবস্থায় কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বা অভ্যাসবশত নিজের লালা গিলে ফেলেন, তাহলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং শরীরের অভ্যন্তরীণ বিষয়।"
তবে তিনি আরও বলেন, "যদি কেউ ইচ্ছাকৃতভাবে মুখে থুথু জমিয়ে সেটিকে গিলে ফেলেন, তবে এটি মাকরুহ (অপছন্দনীয়) হতে পারে। কিন্তু এতেও রোজা ভাঙবে না। কেননা, এটি বাইরের কোনো বস্তু নয়, যা পাকস্থলীতে প্রবেশ করছে।"
ইসলামিক বিধান অনুযায়ী, রোজার মধ্যে কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকার আদেশ রয়েছে। তবে স্বাভাবিক শারীরবৃত্তীয় বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত নয়। তাই রোজাদারের এ নিয়ে দুশ্চিন্তায় পড়ার প্রয়োজন নেই।
শিলা ইসলাম