
ছবি:সংগৃহীত
আমরা রাস্তায় হঠাৎ টাকা কুড়িয়ে পেলে চিন্তায় পড়ে যাই, কি করা উচিত! এই টাকা কি নিজের পকেটে তুলে নিব! নাকি মসজিদে দান করব!
এই প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে দিয়েছে শায়খ আহমাদুল্লাহ, তিনি বলেন, এই টাকা যদি আপনি নেন, তাহলে আপনার দ্বায়িত্ব হলো প্রাপক খুজে বের করা। যদি দীর্ঘদিন খুজেও মালিক না পান তাহলে, মালিকের তরফ থেকে আপনি উক্ত টাকা কোন গরিব, দুঃখী মানুষকে দান করতে পারেন।
আঁখি