ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কত টাকা থাকলে যাকাত দিতে হবে? শায়খ আহমদুল্লাহ যা বললেন

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ মার্চ ২০২৫

কত টাকা থাকলে যাকাত দিতে হবে? শায়খ আহমদুল্লাহ যা বললেন

ছবি: সংগৃহীত

ইসলামে যাকাত একটি বাধ্যতামূলক ইবাদত, যা সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব ও অসহায়দের জন্য দান করতে হয়। অনেকেই জানেন না, ঠিক কত টাকা থাকলে যাকাত দিতে হবে। এ বিষয়ে বিশিষ্ট ইসলামিক গবেষক ও আলোচক শায়খ আহমদুল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

শায়খ আহমদুল্লাহ বলেন, "যাকাত ফরজ হওয়ার জন্য একজন ব্যক্তির কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকতে হবে, যাকে নিসাব বলা হয়।" ইসলামী শরীয়ত অনুসারে, নিসাবের পরিমাণ নির্ধারিত হয় স্বর্ণ বা রূপার ভিত্তিতে।

যদি কারও কাছে সাড়ে সাত ভরি (৮৭.৫ গ্রাম) স্বর্ণ বা সমপরিমাণ সম্পদ ও সাড়ে বায়ান্ন ভরি (৬১২.৩৬ গ্রাম) রূপা বা সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে।

শায়খ আহমদুল্লাহ আরও ব্যাখ্যা করেন, যাকাতযোগ্য সম্পদের মধ্যে শুধু নগদ টাকা নয়, ব্যাংক জমা, ব্যবসায়িক পণ্য, বিনিয়োগ, স্বর্ণ, রূপা এবং মুনাফা অর্জনকারী সম্পদও অন্তর্ভুক্ত। যদি কারও কাছে নিসাব পরিমাণ সম্পদ এক ইসলামি বর্ষ (চাঁদ্রবর্ষ) ধরে থাকে, তাহলে তিনি সম্পদের ২.৫% যাকাত দিতে বাধ্য।

তিনি সতর্ক করে বলেন, "যাকাত আদায় না করলে কিয়ামতের দিনে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কুরআন ও হাদিসে যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্কবাণী রয়েছে।"

শায়খ আহমদুল্লাহ পরামর্শ দেন, যাকাত দেওয়ার আগে সঠিকভাবে সম্পদের হিসাব করা উচিত এবং তা প্রকৃত দরিদ্র, অসহায়, ঋণগ্রস্ত ও যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে বণ্টন করা উচিত। 

শিলা ইসলাম

×