ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

যে কারণে মহিলাদের নামাজ কবুল হবে না

প্রকাশিত: ২৩:৩২, ১৩ মার্চ ২০২৫

যে কারণে মহিলাদের নামাজ কবুল হবে না

ছবিঃ সংগৃহীত

ইসলামে নামাজের শুদ্ধতা ও গ্রহণযোগ্যতার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো পর্দা বা শরীর যথাযথভাবে ঢেকে রাখা। এ প্রসঙ্গে বিশিষ্ট ইসলামিক বিদ্বান শায়খ আহমদুল্লাহ উল্লেখ করেছেন, এমন কিছু কারণ রয়েছে, যার কারণে মহিলাদের নামাজ কবুল নাও হতে পারে।

শায়খ আহমদুল্লাহ বলেন, একজন নারী যদি নামাজ আদায় করেন, কিন্তু তিনি ওড়না (খিমার) পরিধান না করেন, তাহলে তার সালাত কবুল হবে না। তিনি আবু দাউদ শরীফের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন—

"কোনো প্রাপ্তবয়স্কা নারী যদি নামাজ আদায় করেন অথচ তার মাথা খিমার দ্বারা ঢাকা না থাকে, তবে তার নামাজ আল্লাহ কবুল করবেন না।"

মহিলাদের জন্য নামাজের শর্ত

নারীদের নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য সতর (পর্দা) আবৃত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। ইসলামের বিধান অনুসারে—
✔ মুখমণ্ডল ছাড়া পুরো শরীর আবৃত থাকতে হবে।
✔ বিভিন্ন মত অনুযায়ী দুই হাতের কবজি এবং দুই পায়ের পাতা খোলা রাখা জায়েজ, তবে কেউ কেউ পায়ের পাতাও ঢেকে রাখার পক্ষে মত দিয়েছেন।
✔ যদি শরীরের কোনো অংশ খোলা থাকে, যা ঢাকার প্রয়োজন ছিল, তাহলে সেই নামাজ সহিহ হবে না।

অতএব, মহিলাদের উচিত নামাজের সময় শরীয়তের নির্দেশনা মেনে সতর যথাযথভাবে আবৃত করে নামাজ আদায় করা, যাতে তাদের ইবাদত শুদ্ধ হয় এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়।

ইমরান

×