ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শিশুরা কি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যায়?

প্রকাশিত: ২৩:২৯, ১৩ মার্চ ২০২৫

শিশুরা কি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যায়?

ছবি সংগৃহীত

মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ইসলাম অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছে। বিশেষ করে, শিশুদের পরকালীন গন্তব্য নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন জাগে। ইসলামের দৃষ্টিতে, নির্দোষ ও নিষ্পাপ শিশুরা কি মৃত্যুর পর জান্নাতে যায়? কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করা যাক।

ইসলামে বিশ্বাস করা হয় যে, শিশুদের ওপর কোনো পাপের বোঝা থাকে না। তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত শরিয়তের বিধান তাদের জন্য বাধ্যতামূলক নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তিন ব্যক্তি কলমের (পাপের হিসাব) বাইরে – শিশু যতক্ষণ না বয়ঃপ্রাপ্ত হয়, নিদ্রারত ব্যক্তি যতক্ষণ না জেগে ওঠে এবং পাগল ব্যক্তি যতক্ষণ না সুস্থ হয়।" (তিরমিজি, আবু দাউদ)

এই হাদিস থেকে বোঝা যায়, ছোট বয়সে মারা যাওয়া শিশুরা আল্লাহর কাছে সম্পূর্ণ নির্দোষ। তাই তারা জান্নাতের অধিকারী হবে।

বিভিন্ন সহিহ হাদিস থেকে জানা যায়, শিশুরা জান্নাতে বিশেষ মর্যাদা পায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে শিশুরা ইন্তেকাল করে, তারা জান্নাতে থাকবে এবং জান্নাতে তারা 'তাহতুল আরশ' বা আরশের নিচে থাকবে।" (মুসলিম, বুখারি)

এছাড়া, এক হাদিসে এসেছে যে, কোনো বাবা-মা যদি ধৈর্য ধরে এবং সন্তানের মৃত্যুতে আল্লাহর উপর ভরসা রাখে। তবে সেই সন্তান কিয়ামতের দিন জান্নাতে তাদের জন্য সুপারিশ করবে।

আশিক

×