
ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।
উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ— ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’।
প্রশ্নকর্তা জানতে চেয়েছেন, মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে, নাকি পুরো সালাত আদায় করতে হবে?
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, দেখুন, মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন, এটাই তাদের বাড়ি। এটাই তাদের ঠিকানা, এটাই তাদের বসবাস। সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসায় থাকবেন, তখন পুরো সালাত আদায় করবেন। আর বাবার বাড়িতে যখন যাবেন, তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট, যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত আদায় করবেন না, বরং কসরের সালাত আদায় করবেন। যদি সফরের দূরত্ব হয়, সেটি অনেক দূরের হয় এবং সেখানে তিনি মাত্র দুই, চার দিন, পাঁচ দিন বেড়ানোর নিয়তে যান।
আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে, সন্তান সেখানে থাকেন, অনেকে ঘর জামাই থাকেন, সেক্ষেত্রে পুরো সালাত তিনি আদায় করবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=6CX02NAnPIE
মো. মহিউদ্দিন