
ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।
উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ— ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’।
মোনালিসা মুন, আপনি লিখেছেন, নবজাতকের জন্মের পরে আযান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত?
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, নবজাতকের জন্মের পর আযান, এটি ছেলেমেয়ে উভয়ের কানে দিবেন। আমরা অনেকে এক্ষেত্রে মনে করি, শুধু ছেলেদের কানে দিতে হবে। না, উত্তর হলো ছেলেমেয়ে উভয়ের কানে দিতে হবে, এটি সঠিক।
এবং আযান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আযান, জন্মের পরে তাকে আযান দেওয়া, এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যদিও হাদিসের সনদ গুলোকে মুহাদ্দিসে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু সেটা আমলযোগ্য এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আযান দিতে হবে। জন্মের পর সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদিও এটা ওয়াজিব নয়, কিন্তু দিলে সেটা ভালো, মুস্তাহাব।
সূত্র: https://www.youtube.com/watch?v=6CX02NAnPIE
মো. মহিউদ্দিন