ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আযান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা?

প্রকাশিত: ১৮:৫১, ১৩ মার্চ ২০২৫

আযান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা?

ছবি : সংগৃহীত

শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।

উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা দাওয়াহছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেনআস-সুন্নাহ ফাউন্ডেশন

নেয়ামতুল, আপনি লিখেছেন, আযান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা?

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, আযান চলাকালীন নামাজ পড়লে কোন অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। তবে ধরুন, আযান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে, আজানের জবাব দিবেন। এবং আযানের জবাব দেয়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আযান যেটা আপনার মহল্লাতে শুনছেন, আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আযানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে, এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=6CX02NAnPIE

মো. মহিউদ্দিন

×