
ছবি: সংগৃহীত
জন্মনিয়ন্ত্রণ নতুন কোনো বিষয় নয়। জন্মনিয়ন্ত্রণ বলতে সন্তান সংখ্যা নিয়ন্ত্রণ এবং প্রত্যাশিত সময়ে গর্ভধারণকে বোঝানো হয়। মুসলিম আলেম-ওলামাদের মধ্যেও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে বিতর্ক বহু দিনের।
তবে শর্তসাপেক্ষে কতিপয় আলেম-ওলামা কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে জন্মনিয়ন্ত্রণের বৈধতা দিয়ে থাকেন। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে প্রখ্যাত ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইসলামে জন্মনিয়ন্ত্রণের বিধান নিয়ে আলোচনা করেছেন।
জন্মনিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, 'ইসলামে অস্থায়ী ভিত্তিতে জন্মনিয়ন্ত্রণ জায়েজ। তবে তার জন্য অবশ্যই যৌক্তিক, গ্রহণযোগ্য এবং শরিয়াহগ্রাহ্য কোনো কারণ থাকতে হবে।'
ইসলামিক স্কলার আহমাদুল্লাহ আরও জানান, কেবল অস্থায়ী পদ্ধতিতেই জন্মনিয়ন্ত্রণ জায়েজ। স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ বা জন্মনিয়ন্ত্রণ করা কোনো অবস্থাতেই ইসলামে জায়েজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: https://tinyurl.com/3ckyyx77
রাকিব