ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কাদের উপর যাকাত ফরজ? জেনে নিন ইসলামের নির্দেশনা

প্রকাশিত: ১৫:৫৪, ১৩ মার্চ ২০২৫

কাদের উপর যাকাত ফরজ? জেনে নিন ইসলামের নির্দেশনা

ছবি: সংগৃহীত

যাকাত ইসলামের অন্যতম মূল স্তম্ভ, যা নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা ও সমাজের দরিদ্রদের সাহায্য করাই এর মূল উদ্দেশ্য।

ইসলামী বিধান অনুযায়ী, নিম্নলিখিত শর্তগুলো পূরণ হলে একজন মুসলমানের ওপর যাকাত ফরজ হয়—

মুসলমান হওয়া: যাকাত কেবল মুসলিমদের জন্য বাধ্যতামূলক।

প্রাপ্তবয়স্ক হওয়া: শিশুদের সম্পদের ওপর যাকাত ফরজ নয়, তবে তাদের অভিভাবক চাইলে তা আদায় করতে পারেন।

বুদ্ধি সম্পন্ন হওয়া: মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ওপর যাকাত ফরজ নয়।

স্বাধীন হওয়া: দাস বা বন্দির ওপর যাকাত ফরজ নয়।

নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া: যাকাত দিতে হলে ব্যক্তির কাছে ন্যূনতম নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, যা এক বছর অক্ষুণ্ণ থাকলে তবেই যাকাত ফরজ হয়। নিসাব মানে হলো সর্বনিম্ন সম্পদের পরিমাণ, যার ওপর যাকাত ফরজ হয়। হাদিসের আলোকে এটি নির্ধারিত হয়েছে, স্বর্ণের ক্ষেত্রে: ৭.৫ ভরি (৮৭.৪৮ গ্রাম), রৌপ্যের ক্ষেত্রে: ৫২.৫ ভরি (৬১২.৩৬ গ্রাম)। 

ঋণমুক্ত হওয়া: যদি কারও ওপর বড় পরিমাণ ঋণ থাকে এবং নিসাব পরিমাণ সম্পদ ঋণ পরিশোধের পর থাকে না, তাহলে তার ওপর যাকাত ফরজ নয়।

টাকা-পয়সা ও সম্পদের ক্ষেত্রে: যদি কারও কাছে সমপরিমাণ নগদ টাকা, বাণিজ্যিক পণ্য বা সঞ্চয় থাকে, তাহলে তার ওপর যাকাত ফরজ হবে।

সুতরাং, যাদের ওপর যাকাত ফরজ, তাদের জন্য যথাসময়ে তা আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল ধর্মীয় দায়িত্বই নয়, বরং সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিলা ইসলাম

×