ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পিতার অসিয়ত: ইসলামী শরীয়তে এর গ্রহণযোগ্যতা

প্রকাশিত: ১০:০৯, ১৩ মার্চ ২০২৫

পিতার অসিয়ত: ইসলামী শরীয়তে এর গ্রহণযোগ্যতা

প্রশ্ন উঠেছে, পিতার মৃত্যুর আগে যদি কোনো সন্তানকে আলাদা করে কোন সম্পত্তি দেওয়ার জন্য অসিয়ত করে যান, তবে কি সেটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য হবে? বিশেষ করে যদি পিতা জীবদ্দশায় তাঁর সন্তানদের মধ্যে কিছু সম্পত্তি বণ্টন করে, যেমন: "তোমরা অমুক ছেলেটিকে ওই জমিটি দেবে, আর বাকি সম্পত্তি তমুক মেয়েকে দেবে," এই ধরনের অসিয়ত করলে তা মানা যাবে কিনা?

ইসলামের শরীয়ত অনুযায়ী, পিতা মৃত্যুর পর তার সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ইসলাম স্পষ্টভাবে কোরআন এবং হাদীসে এ ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছে। ইসলামিক আইন অনুযায়ী, পিতা তার জীবদ্দশায় সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে পারেন, তবে তা কোনো নির্দিষ্ট ভাগে ভাগ করার জন্য অসিয়ত করা যাবে না। কোরআন এবং হাদীস অনুযায়ী, পিতা-মাতা তাদের সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে সমানভাবে ভাগ করবেন, যেহেতু তা শর্ত সাপেক্ষে নির্ধারিত।

পবিত্র কোরআনে উল্লেখ আছে, "তোমরা আল্লাহর রীতির অনুযায়ী সম্পত্তি বণ্টন করো, যেভাবে তিনি নির্ধারণ করেছেন।" (সূরা নিসা, আয়াত ১১)। হাদীসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ওয়ারিসদের জন্য কোন অসিয়ত করা যাবে না, কেননা তাদের জন্য ভাগ কোরআনে নির্ধারিত।"

অতএব, যদি পিতা মৃত্যুর আগে কোন সন্তানকে আলাদা করে কোনো সম্পত্তি দেওয়ার অসিয়ত করে যান, তবে তা ইসলামী শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য নয়। পিতা-মাতা কোনো সন্তানের জন্য এককভাবে সম্পত্তি নির্ধারণ করে অসিয়ত করতে পারবেন না, কারণ কোরআন ও হাদীস দ্বারা তাদের উত্তরাধিকার ভাগ নির্ধারিত।

সূত্র : https://www.facebook.com/reel/500876846038284

 

রাজু

×