
প্রশ্ন : নামাজ যদি ভুল হয়ে যায়, চেষ্টা করার পরও, তাহলে কি নামাজ হবে?
মাওলানা মুখলেসুর রহমান এর উত্তরে বলেন, নামাজে যদি ভুল হয়ে যায় এবং আপনি চেষ্টা করার পরেও সেই ভুল ঠিক করতে না পারেন, তবে আপনার নামাজ হয়ে যাবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তার কালামে হাকিমে এরশাদ করেছেন, “আল্লাহ কখনো কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না।” তাই, যদি কেউ নামাজের মধ্যে ভুল করে এবং চেষ্টা করেও তা ঠিক করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামীন তার সেই ভুল ক্ষমা করে দেবেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি আমার উম্মতের অনিচ্ছাকৃত ভুল, গুনাহ এবং অপরাধগুলো মাফ করে দেই।” এর মানে হলো, কোনো ধরনের ভুল যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তাতে চিন্তার কিছু নেই।
তবে, আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। যদি আপনি বুঝতে পারেন যে আপনার কোনো ফরজ ছুটে গেছে, অর্থাৎ ভুল করে আপনি কোনো ফরজ বাদ দিয়েছেন, তবে আপনাকে সেই নামাজ আবার নতুন করে শুরু করতে হবে। এর মানে হলো, যদি কোনো ফরজ বাদ পড়ে, তবে নামাজটি পুনরায় পড়তে হবে।
এছাড়া, যদি আপনার কোনো সুন্নত বা নফল ভুল হয়ে যায়, তবে নামাজের সওয়াব কম হতে পারে, কিন্তু তাও নামাজ হবে। আর যদি মনে হয়, আপনার কোনো ওয়াজিব বাদ পড়ে গেছে, তাহলে সাহুসে সেজদা দিতে হবে। তবে, অন্যান্য সাধারণ ভুলগুলো যদি ভুলে হয়ে যায়, তবে আপনার নামাজ কোনো সমস্যায় পড়বে না এবং তা হয়ে যাবে।
সুতরাং, কোনো ভুল হলে নামাজের পূর্ণতা ক্ষতিগ্রস্ত হলেও তা হবেনা, কিন্তু যদি ফরজ বা ওয়াজিব কিছু ছুটে যায়, সেক্ষেত্রে পুনরায় নামাজ পড়তে হবে।
সূত্র : https://www.facebook.com/share/v/19vUD49WhG/
রাজু