ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অজু করে কাপড় পরিবর্তন করলে যা জানা জরুরী

প্রকাশিত: ০১:০১, ১৩ মার্চ ২০২৫

অজু করে কাপড় পরিবর্তন করলে যা জানা জরুরী

ছবিঃ সংগৃহীত

অনেকেই মনে করেন, অজু করার পর কাপড় পরিবর্তন করলে বা হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু ভেঙে যেতে পারে। কিন্তু এটি একটি ভুল ধারণা।

প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, "অজু করার পর যদি কেউ কাপড় পরিবর্তন করেন, যেমন—লুঙ্গি, পায়জামা বা প্যান্ট চেঞ্জ করেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই। এমনকি যদি সতর (ঢাকা আবশ্যক অংশ) কিছুক্ষণের জন্য উন্মুক্তও হয়ে যায়, তবুও এতে অজু ভঙ্গ হবে না।"

তিনি আরও ব্যাখ্যা করেন, "সতর উন্মুক্ত হওয়া অজু ভঙ্গের কারণগুলোর মধ্যে পড়ে না। তাই এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়।"

তিনি স্পষ্ট করেন যে, অজু ভঙ্গের নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, যেমন—প্রাকৃতিক নিষ্কাশন (প্রস্রাব, পায়খানা, গ্যাস নির্গমন), বেহুশ হওয়া, ঘুমিয়ে পড়া ইত্যাদি। তবে শুধু কাপড় পরিবর্তনের কারণে বা শরীরের কোনো অংশ উন্মুক্ত হওয়ার কারণে অজু ভাঙবে না।

ইমরান

×