
ছবিঃ সংগৃহীত
ইসলামে হাসি একটি স্বাভাবিক মানবিক অভিব্যক্তি, যা আনন্দের প্রকাশ হিসেবে গৃহীত হয়। মহান আল্লাহ আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে, জীবনে হাসি-কান্না স্বাভাবিকভাবে থাকবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসতেন, যা সুন্নাহ হিসেবে গণ্য হয়। তবে অতিরিক্ত হাসাহাসি সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এটি ইসলামে নিন্দনীয়।
শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা করেন, আমাদের সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে অতিরিক্ত হাসাহাসি, হেয়ালিপনা ও তামাশার প্রবণতা বেড়েছে। একজন ঈমানদার ব্যক্তি আল্লাহ ও আখেরাতের ওপর বিশ্বাস স্থাপন করলে জীবনের প্রতি সিরিয়াস থাকবেন এবং হাসির উপযুক্ত সময় ও পরিস্থিতি বিবেচনা করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা অতিরিক্ত হাসাহাসি থেকে বেঁচে থাকো, কারণ এটি অন্তরকে মেরে ফেলে।” অর্থাৎ, অপ্রয়োজনীয় হাসাহাসি হৃদয়ের কোমলতা নষ্ট করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই একজন মুসলিমের উচিত হাসি-কান্নার ভারসাম্য রক্ষা করা এবং জীবনের গুরুত্ব উপলব্ধি করা।
ইমরান