ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কাজা নামাজ কি আদৌ মাফ হবে? ইসলাম কী বলে

প্রকাশিত: ২১:০২, ১২ মার্চ ২০২৫

কাজা নামাজ কি আদৌ মাফ হবে? ইসলাম কী বলে

ছবি: সংগৃহীত

ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। তবে কোনো ব্যক্তি যদি অনিবার্য কারণে নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে না পারেন, তাহলে সেটি পরবর্তী সময়ে কাজা হিসেবে পড়তে হয়।  

ইসলামী শরিয়ত মতে, সময়মতো নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক (ফরজ)। কিন্তু অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা বৈধ কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা মারাত্মক গুনাহ।

রাসুলুল্লাহ (সা.) বলেন, "যে ব্যক্তি কোনো নামাজ ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে, সে যেন তা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে নেয়। এর ছাড়া কোনো প্রায়শ্চিত্ত নেই।" (সহিহ মুসলিম: ১৫৬৪)

তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, তাহলে তাকে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সেই নামাজ কাজা করে নিতে হবে।

কুরআনে আল্লাহ বলেন, "অতঃপর তাদের পরে এমন এক দল এসেছে, যারা নামাজ নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। শীঘ্রই তারা গোমরাহির শাস্তি পাবে।" (সুরা মারিয়াম: ৫৯)

নামাজ ইসলামের মূল স্তম্ভগুলোর একটি এবং নিয়মিত আদায় করা ফরজ। যদি কোনো কারণে সময়মতো নামাজ আদায় করা না হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা কাজা করে নেওয়া উচিত। 

শিলা ইসলাম

×