ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সারাবিশ্বে একইদিনে ঈদ পালন বিষয়ে কী বললেন আলেম-ওলামাগণ?

প্রকাশিত: ২০:০২, ১২ মার্চ ২০২৫

সারাবিশ্বে একইদিনে ঈদ পালন বিষয়ে কী বললেন আলেম-ওলামাগণ?

প্রতীকী ছবি

গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কি একই দিনে ঈদ পালন সম্ভব? এমন প্রশ্ন নতুন নয়। ইসলামি চিন্তাবিদদের কেউ কেউ বলছেন, খালি চোখে দেখতে হবে চাঁদ। আবার কারো মতে, ইসলামের বিধান মেনে একই দিনে ঈদ পালন সম্ভব।

আর জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কবে কোথায় চাঁদ দেখা যাবে, তা আগে থেকেই জানা সম্ভব। আলেমদের পরামর্শ, বিতর্ক এড়িয়ে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকেই।

প্রতিবছর শাওয়াল মাসের চাঁদ দেখা যাক বা না যাক, চাঁদপুর ও চট্টগ্রামসহ কিছু এলাকার হানাফী মাযহাব অনুসারীদের একটি অংশ তাকিয়ে থাকেন সৌদি আরবের দিকে। দেশটির সাথে একই দিন ঈদ পালনের পক্ষে তারা। এর স্বপক্ষে কোরআন-হাদিসের ব্যাখ্যাও দেন তারা।

তবে খালি চোখে চাঁদ দেখা যাওয়ার পরেই শুরু হয় হিজরি সনের নতুন চন্দ্রমাস, বহু ধর্মীয় নেতা নির্ভর করেন এই বিধানের উপর। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমেও হিসেব করেই এখন জানা যায় কোন দেশে কখন দেখা যাবে নতুন চাঁদ। তাই সহজেই বিতর্ক এড়ানো সম্ভব।

ইসলামের বিধান মেনেও একই দিন ঈদ পালন সম্ভব, ধর্মীয় চিন্তাবিদদের কেউ কেউ এমনটা বললেও তারা স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত আসতে হবে রাষ্ট্র কিংবা ওআইসি থেকে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘আমার মতামত হচ্ছে, যদি সুযোগ থাকে, একসাথে ঈদ করতে পারলে ভালো কিন্তু যেহেতু এটা সামাজিক একটা ইবাদত, সেজন্য রাষ্ট্রের সিদ্ধান্তের একটা বিষয় আছে।’

ইসলামি চিন্তাবিদ ড. গিয়াসউদ্দিন তালুকদার বলেন, ‘অনেকে বলেছেন যে হারামাইন শরিফাইনের মক্কা এবং মদিনা ক্যালেন্ডার অনুযায়ী ঈদ করা যায় কিনা। আমার মনে হয়, কোনো একজন ব্যক্তিবিশেষের ফতোয়া এক্ষেত্রে ধর্তব্যের বিষয় নয়, এটি ওআইসিতে আলোচনা হতে পারে।’

চন্দ্রমাসের উপর নির্ভর করে রোজা এবং ঈদ পালন করেন মুসলিমরা। ২০১৬ সালে ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সম্মেলনে মুসলিমদের একটি বর্ষপুঞ্জির মধ্যে নিয়ে আসার পক্ষে মত দিয়েছিলেন ৫০টি দেশের ধর্মীয় পণ্ডিতগণ এবং বিজ্ঞানীরা। তবে তেমনটা না হওয়া পর্যন্ত সবাইকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনেই ঈদ পালনের আহ্বান জানান আলেম-ওলামারাদের কেউ কেউ।

সূত্র: https://tinyurl.com/2jmjvjwn

রাকিব

×