ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নামাজের সময় বায়ু চেপে রাখা কি জায়েজ? শাইখ আহমাদুল্লাহর ব্যাখ্যা

প্রকাশিত: ১৯:১৭, ১২ মার্চ ২০২৫

নামাজের সময় বায়ু চেপে রাখা কি জায়েজ? শাইখ আহমাদুল্লাহর ব্যাখ্যা

ছবিঃ সংগৃহীত

নামাজের সময় শরীরের শৃঙ্খলা ও একাগ্রতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। তবে, নামাজরত অবস্থায় বায়ু চেপে রাখা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন—বিশেষ করে যখন কেউ জামাতে থাকেন বা শীতের সময় ওজুর ঝামেলা এড়াতে চান।

ইসলামী আলোচক শাইখ আহমাদুল্লাহ এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, নামাজের সময় যদি বায়ুর চাপ অনুভূত হয়, তবে সেটি ধরে রেখে নামাজ শেষ করা জায়েজ। এতে কোনো অসুবিধা নেই। তবে, নামাজের আগে দীর্ঘ সময় ধরে বায়ু চেপে রাখা এবং তা নিয়ে অহংকার করা গর্হিত ও অনুচিত কাজ।

শাইখ আহমাদুল্লাহ বলেন, যদি কেউ নামাজের আগে টের পান যে বায়ুর চাপ রয়েছে এবং নামাজের সময় মনোযোগ ব্যাহত হতে পারে, তাহলে আগে থেকেই ওজু করা উচিত। কিন্তু কেউ যদি শীতের কারণে “কয়েক মিনিট সহ্য করতে পারলেই ওজু করতে হবে না”—এই চিন্তা থেকে বায়ু চেপে রাখেন, তাহলে এটি ভুল এবং অনুচিত কাজ।

তিনি বলেন, “নামাজে একাগ্রতা থাকা জরুরি। যদি বায়ু চেপে রাখা মনোযোগ ব্যাহত করে, তাহলে নামাজের আগে ওজু করে নেওয়াই উত্তম। তবে, প্রবীণ বা বিশেষ পরিস্থিতিতে কেউ যদি পানি না পান বা অন্য কোনো জরুরি কারণ থাকে, তাহলে বিষয়টি ভিন্ন।”

ইমরান

×