ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মাথার চুল বিক্রি করা জায়েজ কিনা? জানালেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ১৮:৩৫, ১২ মার্চ ২০২৫

মাথার চুল বিক্রি করা জায়েজ কিনা? জানালেন শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

চুল মানুষের সৌন্দর্যের অন্যতম অংশ। তবে অনেকেই বিভিন্ন কারণে চুল কেটে ফেলেন এবং কিছু ক্ষেত্রে এগুলো বিক্রির কথাও চিন্তা করেন। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাথার চুল বিক্রি করা কতটা বৈধ? এ নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন দেশের বিশিষ্ট ইসলামিক বক্তা ও স্কলার শায়খ আহমাদুল্লাহ।  

 
শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা করেন, ইসলামে মানুষের দেহের যেকোনো অংশ বিক্রি করা নিষিদ্ধ। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, যেমন—রক্ত, চামড়া বা চুলের মালিক আল্লাহ, তাই এগুলো ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা ইসলামে অনুমোদিত নয়।  

তিনি বলেন, "মানুষের শরীর আল্লাহর একটি দান, এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় যে ইচ্ছেমতো বিক্রি করা যাবে। শরীরের অংশ দিয়ে ব্যবসা করাকে ইসলাম সমর্থন করে না। তাই চুল বিক্রিও অনুমোদিত নয়।"  

অনেকেই প্রসাধনী বা পরচুলা তৈরির জন্য চুল বিক্রি করে থাকেন। এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, যদি কেউ নিজের চুল কেটে ফেলেন, তবে সেটি যথাযথভাবে মাটিতে পুঁতে ফেলা বা ধ্বংস করে ফেলা উত্তম। এটি রাসূল (সা.)-এর সুন্নতও বটে।  

তবে, যদি কেউ আর্থিক সংকটের কারণে চুল বিক্রির কথা ভাবেন, তাহলে ইসলামের বিধান সম্পর্কে জানা জরুরি। ইসলামিক স্কলারদের মতে, চুল বিক্রির পরিবর্তে বিকল্প উপার্জনের পথ খোঁজা উত্তম।  

ইসলামে যে কোনো কাজ করার আগে শরিয়তের বিধান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শায়খ আহমাদুল্লাহর মতে, মাথার চুল বিক্রি করা ইসলামসম্মত নয় এবং এটি পরিহার করা উচিত। 

শিলা ইসলাম

×