ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রমজানে যে সাতটি কাজ বর্জনীয়

প্রকাশিত: ১৬:০৬, ১২ মার্চ ২০২৫

রমজানে যে সাতটি কাজ বর্জনীয়

ছ‌বি: সংগৃহীত

রমজানের পবিত্রতা রক্ষা ও সঠিকভাবে ইবাদত পালনের জন্য সাতটি বিষয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। এক বক্তব্যে তিনি মুসলমানদের এই মাসে সচেতন হওয়ার বার্তা দেন।

১. ইফতারে বিলম্ব নয়: আজহারী বলেন, সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করা সুন্নত। তিনি বলেন, "এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, ততদিন কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না।"

২. তর্ক-বিতর্ক ও অশ্লীলতা এড়ানো: রমজানের পবিত্রতা রক্ষা করতে তর্ক, ঝগড়া ও অশ্লীলতায় না জড়ানোর আহ্বান জানান তিনি। কেউ কটু কথা বললে রোজাদারকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী (সাঃ)।

৩. মিথ্যা থেকে বিরত থাকা: আজহারী বলেন, "যে ব্যক্তি রমজানে মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়তে পারে না, তার না খেয়ে থাকার কোনো মূল্য নেই।"

৪. অপচয় পরিহার: অপচয়কারীদের শয়তানের ভাই আখ্যা দিয়ে আজহারী বলেন, ইফতারে অহেতুক অপচয় করা ইসলামসম্মত নয়।

৫. লোক দেখানোর এবাদত নয়: নামাজ, রোজা, দান-সদকা ইত্যাদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। রিয়া বা লোক দেখানোর মানসিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

৬. অসাধু ব্যবসা থেকে বিরত থাকা: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করা হারাম বলে উল্লেখ করেন আজহারী। তিনি বলেন, "রমজানে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হওয়ার চেষ্টা করলে আল্লাহর গজব থেকে রেহাই পাওয়া কঠিন।"

৭. কর্মচারীদের প্রতি সদয় হওয়া: অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজানে তাদের কাজের চাপ কমিয়ে দিলে আল্লাহও আপনার প্রতি রহম করবেন।

আবীর

×