
ছবি সংগৃহীত
রমজান মাসে রোজা রাখা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার সময়সীমা শুরু হয় শেষ রাতে সাহরি খাওয়ার মাধ্যমে এবং শেষ হয় সূর্যাস্তের পর ইফতার করার মাধ্যমে। সাধারণত, মাগরিবের আজান শুরু হলেই মুসলিমরা ইফতার করেন।
তবে অনেক সময় বিভিন্ন কারণে আজান শোনা নাও যেতে পারে। এমন পরিস্থিতিতে ঘড়ির সময় দেখে ইফতার করা যাবে কি না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়।
অনেকেই মনে করেন, ইফতার শুধুমাত্র মাগরিবের আজান শোনার পরই করতে হবে। কিন্তু ইসলামি শিক্ষামতে, ইফতারের সময়সূচির মূল ভিত্তি হলো সূর্যাস্ত। অর্থাৎ সূর্যাস্ত হলেই রোজা সম্পন্ন হয় এবং ইফতার করার অনুমতি দেওয়া হয়। আজান দেওয়া বা শোনা না গেলেও, যদি নির্ভরযোগ্য ঘড়ি বা ক্যালেন্ডার দেখে নিশ্চিত হওয়া যায় যে সূর্যাস্ত হয়েছে, তাহলে ইফতার করা জায়েজ।
রাসুলুল্লাহ (সা.) ইফতার বিলম্ব না করে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। হজরত সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, "যতদিন মানুষ দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে" (সহিহ বুখারি: ১৮২১; সহিহ মুসলিম: ১৮৩৮)।
আরেকটি হাদিসে বলা হয়েছে- "দ্বীন ততদিন পর্যন্ত ঠিক থাকবে, যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে। কেননা, ইহুদি-খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে" (আবু দাউদ: ২৩৫৫)।
আশিক