
ছবি: সংগৃহীত।
প্রখ্যাত ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, "রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজার ভাষা আমরা অনেকেই জানি না, কী বলে সেটা অনেকেই বুঝি না। তবে রোজা আমাদের সাথে কথা বলে।"
তিনি আরও বলেন, "রোজা বা সিয়াম শব্দটি কোরআনের ভাষায় এবং হাদিসে সওম বা সিয়াম নামে উল্লেখিত হয়েছে। এই সওম বা সিয়াম একই শব্দ, যার অর্থ হলো 'বিরত থাকা'। এর অর্থ কী? বিরত থাকা, ব্রেক দেওয়া। আল্লাহ রাব্বুল আলামীনের তরফে রোজার মত ইবাদত আমাদের জীবনে দেওয়া হয়েছে, যাতে আমরা ব্রেক দিতে শিখি। এটি আমাদের জীবনে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলার জন্য।"
শায়খ আহমাদুল্লাহ আরো বলেন, "ইসলামের যে বৈশিষ্ট্য, যে সৌন্দর্য, তা হলো—ইসলাম পৃথিবীর মানুষের কাছে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরতে চায়। ইসলাম আমাদের শিখায়, কীভাবে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, থামতে পারি এবং আত্মশুদ্ধি অর্জন করতে পারি।"
নুসরাত