
ছবি: সংগৃহীত
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো রোজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর মৌলিক ফরজ। অর্থাৎ, একজন মুসলিমকে ইসলামের যেসব বিষয় মেনে চলতে হয় তার একটি রোজা।
বছরে একমাস রোজা রাখা ফরজ। তবে রমজান মাস ছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের অন্যান্য সময়ও রোজা রাখতেন। বিশেষ করে, রমজানের প্রস্তুতি হিসেবে সাবান মাসের প্রায় পুরোটাই তিনি রোজা রাখতেন। হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত একটি হাদিস অনুযায়ী, মহানবী (সা:) রমজানের পরে সাবান মাসের সবচেয়ে বেশি রোজা রাখতেন। এছাড়াও তিনি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
পুরো বছরের বিভিন্ন মাস ও সপ্তাহে বিশেষ কিছু রোজা রয়েছে, যা পালনে বিশেষ সওয়াবের কথা বর্ণিত হয়েছে হাদিসে। তবে, বছরে এমন ৫ টি দিন রয়েছে, যে দিনগুলোতে ফরজ নফল কোনো রোজাই রাখা যায় না। ইসলামে এই ৫ দিন রোজা রাখা হারাম। এই ৫ টি দিন হলো:
১. শাওয়ালের ১ তারিখ তথা ঈদুল ফিতরের দিন।
২. জিলহজের ১০ তারিখ তথা ঈদুল আজহার দিন।
৩. জিলহজের ১১ তারিখ তথা আইয়ামে তাশরিকের প্রথম দিন।
৪. জিলহজের ১২ তারিখ তথা আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন।
৫. জিলহজের ১৩ তারিখ তথা আইয়ামে তাশরিকের তৃতীয় দিন।
সহীহ বুখারীর ১৯৯২ নং আয়াতে উল্লেখ আছে, আবু সাইদ খুদরি (রা:) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আবার, বুখারীর ১৮৫১ নং আয়াতে বলা হয়েছে আবু উবায়দা (রা:) বলেন, আমি হযরত উমর ইবনুল খাত্তাব (রা:) এর সাথে ঈদের নামাজ আদায় করেছি। তিনি বলেছেন, এই দুইদিন রোজা রাখতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলো হলো, যখন তোমরা রোজা শেষ করো আর আরেকদিন হলো যেদিন তোমরা কোরবানির মাংস খাবে।
সূত্র: https://www.facebook.com/Protidinerbangladesh/videos/481575564812097/
মায়মুনা